৭ মার্চের
ভাষণ
* ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রমনায়
অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত
জনসভায় ১০ লক্ষ সংগ্রামী জনতার সামনে শেখ মুজিবুর রহমান কর্তৃক
প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ।
* ১৯৭১ সালের ৭ই মার্চ , রবিবার বিকেল ২.৪৫ মিনিটে শুরু করে বিকেল ৩. ০৩ মিনিটে শেষ করেন। উক্ত ভাষণ ১৮ মিনিট স্থায়ী
হয়। ১১০৮টি শব্দের
* ১২টি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়৷ নিউজউইক ম্যাগাজিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয়।
* ৭
মার্চের রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণের ৪ দফা দাবি ছিল :১. অবিলম্বে চলমান সামরিক আইন প্রত্যাহার করতে হবে।
২. অবিলম্বে সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে।
৩. গণহত্যার তদন্ত করতে হবে।
৪. জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
* ৩০ অক্টোবর ,২০১৭ , জাতিসংঘের IAC ১৪ সদস্য বিশিষ্ট কমিটি বিভিন্ন দেশ থেকে পাঠানো ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দলিল, নথি ও বক্তৃতাকে যাচাই-বাছাই করেন এবং UNESCO’র মহাপরিচালক এই ভাষণকে ” বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য”ঘোষণা হিসেবে ঘোষণা করেন ।
* ভাষণটি বাংলাদেশের সংবিধানের ৫ম তফসিল এর ১৫০(২) অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে ।
1 Comments
Thank you very much
ReplyDelete